পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। | ৪৫ - -... ... যেন কি এক কাতরােক্তি করিতেছিল। নীলমাণিক দূতি আজ যেন তেমন করিয়া ঝলমল করিতেছে না। রাম, সীতা ও লক্ষ্মণের সহিত রাজপথ অতিক্রম করিলেন, আর কেহ তাহাদিগকে দেখিতে পাইল না, তাহারা তিন জনে কৈকেয়ীর মন্দিরে প্রবেশ করিলেন। তখন নাগরিকদিগের মধ্যে রাজার কথা উঠিল। সকলে বৃদ্ধ রাজাকে নিন্দা করিল। বলিল, সত্যসন্ধ রাজা আজ এ কি করিলেন! প্রিয়-পুত্রকে কি স্ত্রীর বাক্যে বিসর্জন দেওয়া যায়? স্ত্রীবশ রাঙ্গার ন্যায়পরতা আজ রহিল কোথায়? আর কৈকেয়ী। রাক্ষসী কৈকেয়ী নামী জাত সর্পবিনাশিনী । রামস্যাপি ভবেদ্দখং সীতায়াঃ পদযানতঃ। কৈকেয়ী! রাক্ষসী! সৰ্ব্বনাশিনী! হায় এই কুরকর্ম রাক্ষসী আজ একি করিল! হায়! কোন্ প্রাণে এ রামচন্দ্রকে বনবাসী করিল ? হায়! বিধাতার নিয়তিই বলবান, পুরুষের প্রযত্ন বুঝি কিছুই করিতে পারে না। হায়! এই রাক্ষসী সীতাকেও বনচারিণী করিল, রামের হৃদয়েও দুঃখ আনল। | “হে জনা না বস্তুব্যং গচ্ছামােহদৈব কানন” নাগরিকেরা একবাক্যে বলিতে লাগিল “দেখ, আর এ রাজ্যে বাস করা আমাদের উচিত নহে; চল আমরাও বনবাসী হই।” অযযাধ্যাবাসী সকলেই বড় হাহাকার .... "