পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৪৮ ৪৮ কৈকেয়ী। | তক্ষুদ্রাশ্চ যে কেচি ব্রাহ্মণাচাৰতৎপর। স্ত্রীয় প্রায়শশা ভ্ৰষ্টা ভত্ৰবজ্ঞাননির্ভয়াঃ । শ্বশুরদ্রোহ কারিণো ভবিষান্তি ন সংশয়ঃ । এই যুগে প্রায় মনুবাই পুণ্যহীন, কারণ ইহারা বড় দুঃখী। মানুষ এখন কদাচাররত, মিথ্যাবাদী, পরনিন্দাপরায়ণ, পরদ্রব্যাভিলাষী পরী-আসক্ত চিত্ত, পরহিংসুক, দেহই আত্মা এই বিশ্বাসী, এই জন্য মূ; নাস্তিক ও পশুবুদ্ধিবিশিষ্ট। মানুষ এখন মাতাপিতার উপর অসন্তুষ্ট, ইহাদের অন্য দেবতা নাই, স্ত্রীই ইহাদের দেবতা, ইহারা কামকিঙ্কর। এখনকার ব্রাহ্মণ লােভী ও ভীরু, বেদ বিক্রয় করিয়া, তন্ত্রমন্ত্রাদি বিক্রয় করিয়া ইহারা জীবিকানিৰ্বাহ করে। ইহারা বিদ্যা উপার্জন করে ধনের জন্য, চাকুরীর জন্য, বিদ্যা ইহাদিগকে অহংকারী করে--ইহার। আপন আপন জাতির কৰ্ম্ম করে না, ইহার প্রায়ই লােককে বঞ্চনা করে। যেরূপ ব্রাহ্মণ ভ্ৰষ্টাচারী সেইরূপ ক্ষত্রিয় ও বৈশ্যও আপন আপন ধর্ম ত্যাগ করিয়াছে, আর যাহারা শূদ্র তাহারা ব্ৰহ্মণগণের আচার গ্রহণ করিতেছে। স্ত্রীলােক প্রায়ই ভ্ৰষ্টা, ইহারা স্বামীকে অবজ্ঞা করিতে একবারে নির্ভয়, ইহারা শ্বশুর শাশুড়ীর উপরে বিদ্রোহ তুলে। এই যে কলিযুগের বর্ণনা ইহার কোটি অসত্য, কোটি আমরা প্রত্যক্ষ না করিতেছি? নারদ জিজ্ঞাসা