পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৫৪ কৈকেয়ী। যেরূপ দুঃখ করিতে দেখিয়াছেন সেইরূপ আকিয়াছেন ইহাতে কবির গুণপনা কি ? রামচন্দ্র যদি কল্পনার চরিত্র হইতেন তবে কবির দোষ গুণ আমরা আলােচনা করিতে পারিতাম। এ ক্ষেত্রে যদি দোষ গুণ কাহারও আলােচনা করিতে হয়, সে কবির নহে সে ভগবানের নিজের বাস্তবিক ভগবানের কোন দুঃখ নাই। কিন্তু তিনি ভক্তের জন্য দুঃখ স্বীকার করেন। “ভক্তচিত্তানুসারেণ জায়তে ভগবানজঃ” যাহার জন্ম নাই তিনিও যে মানুষের মত জন্মগ্রহণ করেন, শুধু জনা নছে মানুষের মত শােক ও করেন, সে কেবল ভক্তকে রক্ষা করিতে, সে কেবল ভক্তের চিত্ত নিৰ্ম্মল করিত। অন্যান্য পুরাণে ও দৃষ্ট হয় “তেষাং বচঃ পালায়তুম্ অবতারাঃ কৃতাময়।” ভক্তের বাক্য পালন জন্য আমি অবতার গ্রহণ করি। | কি বলিতেছিলাম ?—রাম, সীতাও লক্ষ্মণের সহিত কৈকেয়ীর গৃহে প্রবেশ করিলেন। রাজা জড়ের মত পড়িয়া আছেন, আর কৈকেয়ী ব্যাঘ্রীর মত শবের পার্শ্বে উপবিষ্টা। রাম আসিলেন, আসিয়াই মাতাকে দেখিলেন--দেখিয়া প্রণাম করিলেন এবং বলিলেন-- “আগতাঃ স্মা বয়ং মাত স্বয়স্তে সম্মতং বনম্” মা আমরা তিন জনেই আসিয়াছি-তিন জনেই বনগমনে সম্মত। আমরা যাইতে প্রস্তুত কিন্তু পিতা ত আজ্ঞা করিতেছেন না।