পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী । | যে দৃশ্যে ভগবান বশিষ্ঠ বিচলিত—সেখানে সাধারণ লােকের কথা কি আর বলা যাইবে? সীতার কোশের বস্ত্রের উপর রাম স্বয়ং যখন চীর-খণ্ড বন্ধন করিতেছিলেন, তখন আর কেহ অশ্রুসরণ করিতে পারিল না। সনাথা জনকনন্দিনীকে অনাথা ন্যায় চীর বসন পরিধান করিতে দেখিয়া লােকে রাজাকে ধিক্কার দিল। রাজগুরু বশিষ্ঠ কৈকেয়ীকে আবার তিরস্কার করিলেন--বলিলেন, “কুলকলঙ্কিনি! তুমি দুৰ্ব্ব, জি বশতঃ নিজের মর্যাদা লঘন করিতেছ। সৎস্বভাবতে ! সীতা ত বনে যাইবেন । পতিব্রতা স্ত্রীই গৃহস্থের আত্মা। এই সীতা রামের আত্মা। এই সীতাই পৃথিবী পালন করিবেন। আর যদি ইনি রামের সহিত মিলিত হইয়া বনে গমন করেন, তবে আমরা সকলে অযােধ্যা ত্যাগ করিব। আমি জানি তােমার ক্লেশের অবধি নাই -ভরত কিছুতেই রাজ্য গ্রহণ করিবেন না। তােমাকে একাকিনীই এই মনুষ্যশূন্য বৃক্ষপূর্ণ অযযাধ্যা শাসন করিতে হইবে। রাম যে রাজ্যে নাই সে রাজ বন হইবে এবং যে বনে রাম বসতি করিবেন তাহাই রাজ্য হইবে, “তদ্বনং ভবিতা রাষ্ট্রং যত্র রামাে নিবতি।” কৈকেয়ী রাজার প্রিয়া মহিষী। কিন্তু আপন কৰ্ম্মদোষে আজ সকলের নিকটেই তিরস্কৃত হইতেছে, তথাপি কৈকেয়ী অনুতপ্ত হইতেছে না। হায়! মানুষ যদি