পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৬২ কৈকেয়ী। বলিয়া উঠিল, “এই বংশের অসমঞ্জের মত রামের নির্বাসিত হওয়া উচিত।” রাজা শরণ “ধি” এই মাত্র উচ্চারণ করিলেন; অন্য মহিষীগণ লজ্জায় মুখ ঢাকিলেন, কৌশল্যার হৃদয়ে শেলবিদ্ধ হইতেছে অনুভব করিলেন -- আর রাম ? পরম শান্ত রণবীর পিতাকে বলিতে লাগিলেন, পিতঃ যিনি হস্তী দান করিয়াছেন তাহার আর হস্তিবন্ধন রজ্জতে মমতা রাখিয়া কি হইবে? আমি চারমাত্র পরিধান করিয়াই বনে গমন করিব। রাম লক্ষ্মণ চীরবসন পরিধান করিয়াছেন, রাজা দশরথ সীতার অঙ্গে চীরবসন কিছুতেই দেখিতে পারিলেন না। বশিষ্টের কথা উত্থাপন করিয়া রাজা কৈকেয়ীকে বলিলেন পাপিনি! এই মৃগীবৎ উৎফুল্ল নমুনা মৃদুস্বভাব। মনস্বিনী জানকী নিয়ত সুখখাচিত সুকুমারী বালিকা। মৃগী যেমন জাল দেখিলে ভীতা হয়, দেখিতেছ না মা আমার কি রূপ ভাবে দাঁড়াইয়াছেন, ধিক্ কৈকেছি। সীতা কি কখন কাহারও কিছুমাত্র অনিষ্ট করিয়াছেন, যে আজ এই বয়সে তিনি আমার পুত্রবধূ হইয়া বহুজন মধ্যে চীরবসনে অপরিচিত তাপসীর ন্যায় অবস্থিত হইতেছেন, এ দেখিয়াও তােমার হৃদয় দ্রব হইতেছে না। কিন্তু দেবি! আমি তােমার নিকট এই জন কদুহিতা সীতাকেও মুনিবেশ ধারণ করিয়া বনে যাইতে হইবে এরূপ প্রতিজ্ঞা করি নাই। অতএব ইনি চীর পরিত্যাগ করিয়া বহুবিধ রত্নসমন্বিত ও