পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৩ | ,,, -



জননী যদি সন্তানের সকল অপরাধ গ্রহণ করেন, তবে আর বালকের দাড়াইবার স্থান কোথায় ? কৈকেয়ী-চরিত্র ধরিয়া আমরা অসৎসঙ্গ জনিত পাপ এবং কিরূপে পাপের প্রায়শ্চিত্ত করিতে হয় এই উভয়ই দেখাইব। সমস্ত অযােধ্যাকাণ্ডের কেন্দ্র কৈকেয়ী; শুধু তাহাই নহে, কৈকেয়ীকে ছাড়িয়া দিলে রামায়ণ ও যেন হয় না। রাজা দশরথ, রাম, ভরত, লক্ষ্মণ, কৌশল্যা, সীতা প্রভৃতি রামায়ণের প্রধান প্রধান চরিত্র গুলির প্রথম স্ফুরণ কৈকেয়ীর রামনি বাসন ব্যাপারের সহিত জড়িত। কাজেই কৈকেয়ী চরিত্র দেখাইতে হইলে আমাদিগকে সমস্ত অযােধ্যা কাণ্ডটি দেখাইতে হইবে। মানব জীবনের নিতান্ত প্রয়ােজনীয় শিক্ষা আমরা এখানে আদি কবির মুখ হইতে শুনিতে পাই। আমরা এই অযযাধ্যাকাণ্ডে বিভিন্ন প্রকারের শােক ও শোক শান্তির উপায় প্রাপ্ত হই বলিয়া ইহার আলোচনা করিতেছি। অভিষেক-আয়ােজন। কৈকেয়ী রাজা দশরথের প্রিয়মহিষী। কৈকেয়ী দারুণ অপরাধ করিয়াছিল। আজ রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠকে নির্জনে আহ্বান করিয়াছেন। ভরত অদ্য মাতুলালয়ে গিয়াছেন। রাজা জ্যেষ্ঠ পুত্রের গুণের কথা উল্লেখ করিয়া ভগবান বশিষ্ঠকে বলিলেন, “ভগব, পৌর জানপদ প্রভৃতি সমস্ত ৩, শাস্ত্রদশীয় মন্ত্রিগণ সকলেই, রামের