পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

= n. - - •• •• - = = * - - - • • • ৮০ কৈকেয়ী। ... ... ... ... অপরের জন্য আমি দুঃখ পাইতেছি ইহাই কুবুদ্ধি। মানুষ স্বকৰ্ম্মসূত্রে গ্রথিত। অহং কৰ্ত্তা এই অভিমানই গুখের মূল। বলিতেছিলাম আমি অন্ঠের দুঃখের কারণ এবং আমি আমার পুখের কারণ এই দুই অজ্ঞান ব্যাপার প্রত্যক্ষ করিলেই প্রাণে ব্যাকুলতা আসিবে। কৈকেয়ীর মত আপনার কম্মের বিষময় ফল এই দুঃখ প্রাণকে ব্যাকুল করিলেই সেই ক্ষমাসাঃ ভগবানের আশ্রয় লইতে প্রাণ ছুটিবে। তখন কৈকেয়ীর মত রামদর্শন জন্য গমন করিতে হয়। উপাসনা করিতে হয়। উপ সমীপে আর আসন উপবেশন। উপাসনা করিতে গিয়া জীবন্ত ভগবান আত্মারামের নিকট আসিয়াছি ইহাই তীব্র ভাবে ধারণা করিতে হয়। আমি অপরাধী, আমি আর মানুষের নিকট আমার দুঃখের কথা বলিতে পারি না। সকলে আমার স্বকৰ্ম্মজনিত দুঃখ দেখিয়া মুখে কিছু না বললেও অন্তরে আমায় ঘৃণা করে। আমার আর কেহই নাই। সকলেই আমায় ত্যাগ করিতে চায়, তাই আমি তােমার নিকট আসিয়াছি। আমি বড় অপরাধ করিয়াছি তাই আজ শারীরিক, মানসিক, সামাজিক বহুবিধ দুঃখ ভােগ করিতেছি। আমার ছার দেহ পর্যন্ত রাখিতেও আর ইচ্ছা নাই। কিন্তু তােমায় না দেখিয়া আমি মরিতেও পারি না। ক্ষমাসারাহি সাধবঃ-তুমি কি একবার দেখা