পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৮৩ = == -- --- অসত্য সর্বলােকেহস্মিন সততং সংকৃতাঃ প্রিয়ৈঃ। ভর্তার নাভিমন্যন্তে বিনিপাতগতং স্ত্রিয়ঃ । ২০ এষ স্বভাবে নারীণামরুভূয় পুরা সুখম্।। অক্সামপ্যাপদং প্রাপ্য দুষ্যন্তি প্ৰজহত্যপি ॥ ২১ অযােধ্যাকাণ্ড ৩৯ সঃ। “যে সকল স্ত্রীলােকেরা স্বামিকৰ্তৃক নিযুত সংকৃত হইয়া বিপংকালে স্বামীর সম্মান না করে, সকলে তাহাকে ‘অসতী' বলিয়া কীৰ্ত্তন করে। সেই অসতী নারীদিগের এইরূপ স্বভাব যে তাহারা পূর্বে যথেষ্ট সুখভোগ করিয়া বিপংকালে অত্যল্প মাত্র দুঃখ পাইয়াই স্বামীর প্রতি দুৰ্বাক্য প্রয়োগ করিয়া থাকে ; এমন কি অবশেষে স্বামীকে পরিত্যাগ ও করে ; স্বামী ত্যাগ করিয়া পিত্রালয়ে গমন করে।” শাস্ত্রবাক্য হৃদয়ে ধারণ করিয়া যাহারা আপন চরিত্র সংশােধনে চেষ্টা করেন তাহারাই ইহলোক ও পরলােকে অতুল সুখ ও পুণ্যলাভ করিয়া সদগতিপ্রাপ্ত হয়েন ইহা বলা বাহুল্য মাত্র । | আর যাঁহারা সতী ? সতীও যে স্বামীকে কখন দুৰ্ব্বাক্য বলেন না তাহা নহে। কিন্তু অসতীর সহিত সতীর কত পার্থক্য। প্রবৃত্তিমূলক ভালবাসায় দোষ দেখাইয়া দিলেও দোষ সংশোধন হয় না, যতদিন না দোষের জন্য বিলক্ষণ শাস্তি আইসে। কিন্তু সতীর নিকটে