পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। মুহুর্মুহুঃ প্রশংসা করে। আমিও বৃদ্ধ হইয়াছি। আমার একান্ত ইচ্ছা কমললােচন রামকে রাজ্যে অভিষিক্ত করি। কল্যই রামাভিষেক হউক, আপনি অনুমােদন করুন। ভরত শত্রুঘ্নের সহিত মাতুলালয়ে গিয়াছে, অদ্যই। রামাভিষেক হউক। রাজা দশরথ নিতান্ত ব্যস্ত হইয়া যেন শীঘ্র শীঘ্র রামকে রাজ্যে অভিষিক্ত করিতে চাহেন। রাজা দশরথের মনে কি ভবিষ্যৎ বিপদের কোন ছায়া পড়িয়াছিল, মনে কি কোন সন্দেহ ছিল ? ভরত এখন অযােধ্যায় নাই, এই অবসরে রাম রাজা হউন-ইহাতে কি মনে হইতে পারে না ভরত উপস্থিত থাকিলে হয়ত কোন বিঘ্ন ঘটিতে পারে ? রাজা যেন মনে মনে এরূপ একটা আশঙ্কা পােষণ করিতেছিলেন। দৈব উৎপাতও রাজা লক্ষ্য করিয়াছিলেন। তখন রামাভিষেকের সমস্ত আয়ােজন হইতে লাগিল। ধম্মা নৃপতি শরথ উপযুক্ত সময় বুঝিয়া স্বাধিকারভুক্ত বহু নগরবাসী ও অন্যান্য জনপদবাসী পৃথিবীমান্য মহীপালদিগকে মন্ত্রীদ্বারা আনয়ন করাইলেন। পরন্তু “নতু কেকয়রাজানং ত্বরয়া চানয়ামাস” প্রযুক্ত ভারতের মাতামহ কৈকেয়ীর পিতা কেকয় রাজকে এবং রাজা জনককে আনয়ন করিলেন না। ইহাতেও রাজা দশরথের অন্তরে যেন কোন এক আশঙ্কার আভাস পাওয়া যায়। রাজা দশরথের অন্তরে শহ থাক রা" 'ন্ত্রীদিগকে