বিষয়বস্তুতে চলুন

পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

৮৬। কৈকেয়ী। আমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেই আমি নষ্ট হইলাম ; কেননা আমার নিকট ক্ষমা প্রার্থনা করা তােমার কর্তব্য নয়। ইহলােকে কোন স্ত্রীই নাই যে ইহপরলোক বন্দনীয় ধীসম্পন্ন পতিকর্তৃক প্রসাদিতা হইতে পারে। ধর্মজ্ঞ । তুমি যে সত্যবাদী, ইহা আমি জানি এবং ধর্ম বিষয়েও আমার বিলক্ষণ জ্ঞান আছে; কিন্তু আমি পুত্রশােকে কাতরা হইয়া অবিবেচনবশতঃই তােমাকে কঠিন কথা বলিয়াছি। শােক হইতে ধৈৰ্য্য নষ্ট হয় এবং শােক হইতে জ্ঞানও বিনষ্ট হয় ! অধিক কি শােক হইতে সমস্তই নষ্ট হইয়া যায়; সুতরাং এই জগতে শােকতুল্য কোন রিপু নাই।” ইহার পরে সতী আর আত্মবিস্মৃত হইয়া পতির অবমাননা করেন নাই। আমরা প্রার্থনা কৰি আৰ্য্যমহিলার অন্তঃকরণে কৌশল্যা জীবন্ত রহুক। আমহিলা সতীত্বের আদর্শ হৃদয়ে জাগাইয়া কুশিক্ষা ও কুসঙ্গজনিত দোষ দূরে বর্জন করুন। স্বামী স্ত্রীর উপস্থিত কালের ব্যবহার সভ্যতা নহে ইহা আসুরিক ভাব। পতিকে নারায়ণ ভাবিয়া পূজা করা এবং আপনার যন্ত্রণাকে পূৰ্ব্বকৃত দুস্কৃতির ফলভােগ মনে করিয়া সন্তুষ্টচিন্তে নিঃশব্দে স্বামিসংসারের তৃপ্তিসাধনে চেষ্টা করাই সতীর কর্তব্য। ব্রত পূজা উপবাসাদি কিছুই নহে যদি স্বামীর ধৰ্ম্মকৰ্ম্মে স্ত্রী সহায়তা করিতে না পারেন, যদি স্ত্রী সহধৰ্ম্মিণী হইতে না পারেন।