পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিজস্ব সম্পত্তি | & X ব্রজ । উংস্থক ! না একটুও না। তবে কিনা কি বলেছে জানাই

  • {{क न !

নবীন। কি রাখাল মনে আছে ? (চুপে চুপে.) যা হয় কিছু বলে वt७ । । রাখাল । হ্যা কতক কতক মনে আছে বই কি । ব্রজ । বলনা-শোনাই যাক । রাখাল। বলেছে—তোমার কল্পনার নূতনত্ব বা নিজত্ব কিছুষ্ট নেই। সমস্ত চুরী। ব্রজ। সত্যি নাকি ! এর চেয়ে absurd আর কি হতে পারে ? ( জোর করিয়া হাস্ত ) হাঃ হাঃ । রাখাল । ঠাট্ট তামাসা গুলি সব নির্থতিতে ওজন করা— ব্রজ । ভারী মজা ? হাহাঃ । রাখাল। তুমি যে চুরী করেছ তাও ভাল রকম করে করতে পারনি, ত সেখানকার বি ঐ বই আছে তাই থেকে চুরী করে চুরাটাও চুরীর অধম করে তুলেছ । ব্রজ । মিথ্যাবাদী ! কেউটে ! বোকাস্ত বোকা । রাখাল। ভাল লেখকের লেখাও যেখানে চুরী করেছ—তাও ; তানার ভাষার আবর্জনার মধ্যে পড়ে একেবারেই কলঙ্কিত হয়ে গেছে । ব্রজ । নেকোবাগীশ ! গৰ্দ্দভ গণ্ড ! ভূতুড়ে ! রাখাল। দু এক জায়গায় যেখানে দৈবাৎ ভাব ভাল হয়েছে সেখানে বিকৃত কল্পনা, কুরুচি এমন ফুটে উঠেছে যে ভাষার সৌন্দর্য্য সেখানে বাদরের গলায় মুক্তাহারের মত হয়েছে। ব্রজ। গিরগিটি ! গোসাপ! ধইথান তার গলায় দেখছি গলগণ্ড হয়ে উঠেছে । বিস্ফোটক :