পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহ বেদন ; নববিবাহিত মতি বিষঃভাবে উপবিষ্ট – ভগিনীপতি বন্ধুবর মাধবের প্রবেশ। মা ! কিহে মতি এমন ক’রে গালে হাত দিয়ে বসে কি ভাবা সচ্ছে ? উঠতে আজ্ঞ হোক, আমাদের ওখানে একটা মজলিস আছে, তোমাকে নিতে এসেছি । মতি । আমার শরীরটা বড় ভাল নেই, যেতে পারব না । ম। কেন কি হয়েছে বল দেখি ? কপালের উষ্ণতা অনুভব *রিয় , কই গরম মনে হচ্ছে না ত ? মতি । পুনশ্চ দীর্ঘ নিশ্বাস সহ করে বক্ষে হস্ত প্রদান করিয়া ; }ধানে না, এইখানে, এই খানে মাধব, থেলু ভাই আর পরিনে, কি

  • ११ !

মা সভয়ে } হাট ডিজিজ নাকি ? এত দিন সলনি ? লুকিয়ে প্রখেছ, ডাক্তার ডাকা ও, ডাক্তার ডাকা ও ! মতি। হার্ট ডিজিজ বটে, কিন্তু ভয় পেয়ে না ; তুমি কি আর এটা বুঝতে পরিছ না ? তুমিও ত বে করেছ ? মা ! করেছি বই কি ! মতি । তাত আমি জানি, তবুও এ জালা যে কেন বুঝতে পারছ ন, সেইটে শুধু বুঝে উঠতে পারছিনে ? উঃ কি সুন্দর বাতাস ! মাধব, প্রিয়স্থ, প্রাণবয়স্ত, প্রাণ যে জলে গেল ! - দীর্ঘ নিশ্বাস ত্যাগ ।