পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ কৌতুক নাট্য । কামিনী । মাষ্টরি ভাই, তোদের পায়ে পড়ি বিকাল বেলাট। আর হলুদ সিনে । নিজেরা ত রং ফুটিয়েছিল সেই ভাল ! চমৎকার বাছার হয়েছে, আমায় মাপ কর । 3 কি বাহার করেছ রে প্রাণ কিবা হার পরেছ গলে, দেখে তোমার মুখশশী মুনিজলার মন ভোলে। সিধু সানন্মে নিজ অঙ্গ নিরীক্ষণ করিতে করিতে ) কামিন তোর কি মিষ্টি গলা ভাই ! আমার সাঙ্গাদিন শুনতে ইচ্ছা করে । নিধু। বাঙ্গারটা তোরই ধেম কিছু কম ? অমন রঙ্গিন ফিতে কোথায় পেলি বল দেখি ? কামিনী । সে তোর ঠাকুরঞ্জামাইকে জিজ্ঞাসা করিস হুটিয়ে না লাটিয়ে বলে কোন ইংরাজ দোকান আছে, আমার ছাই অত নাম মনে থাকে না, সেখান থেকে এইসব জুটিয়ে জাটিয়ে আনেন। যাই’ক কায় কথা তখন বলছিলি ? বৰ্গন ? লাজলক্ষার মাথা কে থেয়েছে ? মিধু। এই বোসেদের শশার বেীএর কথা হচ্ছিল। কামিনী । কেন তার কি হয়েছে কি ? সিধু । হবে আর কি ! যতদূর হবার তা হয়েছে ! একেবারে মেম সেজে গাউন পরে এসেছে । মাগো সামরা ত সাতজন্মে পারিনে । দেখে অবধি গা কস্কস করছে, তাই সে ঘর থেকে উঠে এসেছি ; { ঘাড় বার্কাইয় অধরোষ্ট ভঙ্গী করিয়া ঘৃণা প্রকাশ ) মিধু। আর বলে কি হবে, কলিযুগ দেখছি উন্টে গেল ! কামিনী। সত্যি নাকি বাঙ্গালীর মেয়ে হয়ে শেষে বিধি সাজলে । ७भी ¢कॉ५ॉश्र शाँ१ मl ! সিধু। এমন তেমন বিধি ! গায়ে জাম— কামিনী । গারে জামা ○ ー