পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐや কৌতুক নাট্য । হরি বাবুর প্রবেশ । মা । এই যে তোমার ভায়রা ভাই হরি বাবু এসেছেন—ওঁকে জিজ্ঞাসা কর না,—উনি বল্লেত বিশ্বাস হবে ? হরি বাবু নলিনী কেমন আছে ? হরি । আমাদের নোলু ? মতি । (স্বগতঃ) আমাদের নোলু—? উঃ এতখানি আম্পদ্ধ ? মা। হ্যা তার কথাই বলছি, মণ্ডি বাবু শুনেছেন সে অমুস্ত—- তাই বড় ব্যস্ত হয়ে পড়েছেন ? মা ! হা হt: অসুস্থ ? এই মাত্র জামরা সকলে বাগানে খেলা করছিলেম। তার সঙ্গে ছুটে ছুটে আমার পায়ে ব্যথা হয়ে গেছে— আমার পকেট থেকে চাবি চুরী করে আয় দেয় না । মতি । (স্বগতঃ) পকেট থেকে চাবী চুী!—পর পুরুষের অঙ্গস্পশ ! নলিনী এই তোমার ভালবাসা, এই তোমার প্রেম ! হায় কি বিশ্বাস সাতকতা ! মা ! তারপর চাবিটাত পেয়েছেন ? একজনের হৃদয়ে সে এমন চাবি দিয়েছে--যে আমি এত চেষ্টা করেও খুলতে পারছিনে, আবার আপনার শুদ্ধ মনের চাবি হারাবে না ত ? মতি । (সক্রোধে) মাধব ও ঠাট্টা করে ন—জান— হরি। মতি বাবু, আপনার ভয় হচ্ছে নাকি ? তা ভয় নেই। জানেন আজ দুটি গালে দুটি চড় মেরে তার কাছ থেকে চাবিটা কেড়ে নিয়েছি, মন চাবি যদি চুরি করে ত সেই রকম করে না হয় কেড়ে নেওয়া যাবে । মতি। দ্বিগুণ ক্রোধে) হরি বাবু জানেন যে পরস্ত্রী ? সে আমার