পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θο কৌতুক নাট্য। যাদব ! তা ভালই,-কম খেলেই শরীর ভাল থাকে । তবে গ ঘোরাটা কেন হোল ? ফল খাও বুঝি ? ফলটা বড় বেহজমি—তা জান ? ধেী। ন! ফুল খাইনি। যাদব। তবে আর ত কোন কারণ দেখছিনে, ও; ! ফসফোডাইনটা পাওনি বুঝি ? দাসীর বরফ জল লইয়া প্রবেশ। যাদব। কি সৰ্ব্বনাশ ! ধরফ জল! তাই বল ! আমি ভেবে মরছি-- কেন ওরকম হোল। কি ভয়ানক ? নিয়ে যা নিয়ে যা, এ শরীরে বরফ হল খেলে এখনি ইন্‌টেস্টাইনের overturn হবে । দাসী। বৌঠাকরুণ কদিন থেকে কিছু থাচ্ছে না--অরুচি করেছে, না খেয়ে খেয়ে ঘুরনি রোগে ধরেছে একটু ঠাও জল খেলে শরীরট ঠাগু হবে, তাই নিয়ে এমু, খেতে দাও দাদা বাবু। যাদব । খেতে দেব বঙ্গ কি ? আমি নিজে হাতে বিৰ দিষ্ট এই ওনার ইচ্ছ। ! বরফ জল খেয়েই ত গা ঘুরছে। নিয়ে যা বলছি । বে। না ঠাকুরপো, আমি আগে খাইনি এই খেতে যাচ্ছিলুম। বাদব। অজীর্ণ ত আর অমনি হয়নি, অবিষ্ঠিই তাহলে আর কিছু কুপথ্যি করছে। Fill I Cit Fi, বৌঠাকরুণ সকাল থেকে এ পর্য্যন্ত দুটি ভাত ছাড়া আর কিছু মুখে দেয় নি। যাদব। ভাত! শুধু ভাত। দাড়া দেখি, তাতে কি প্রপাটি আছে, ও! বুঝেছি, গাত খুবেই, ওতে আলকহল আছে কি না। বোধ হচ্ছে পরিমাণে কিছু বেশী হয়ে পড়েছে, একটু বুঝে মুঝে খেও ।