পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কূলে

আমাদের এই নদীর কূলে
নাইকো স্নানের ঘাট
ধূ-ধূ করে মাঠ।
ভাঙা পাড়ির গায়ে শুধু
শালিখ লাখে লাখে
খোপের মধ্যে থাকে।
সকালবেলা অরুণ-আলো
পড়ে জলের ’পরে,
নৌকা চলে দু-একখানি
অলস বায়ু-ভরে।
আঘাটাতে বসে রইলে,
বেলা যাচ্ছে বয়ে-
দাও গো মোরে ক’য়ে
ডাঙন-ধরা কূলে তোমার
আর কিছু কি চাই।
সে কহিল, ভাই,
না-ই, না-ই, নাই গো আমার
কিছুতে কাজ নাই॥

১১৬