পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমাদের এ নদীর কূলে
ভাঙা পাড়ির তল,
ধেনু খায় না জল।
দূরগ্রামের দু-একটি ছাগ
বেড়ায় চরি চরি
সারাদিবস ধরি।
জলের ’পরে বেঁকে-পড়া
খেজুর-শাখা হতে
ক্ষণে ক্ষণে মাছরাঙাটি
ঝাঁপিয়ে পড়ে স্রোতে।
ঘাসের ’পরে অশথতলে
যাচ্ছে বেলা বয়ে-
দাও আমারে ক’য়ে
আজকে এমন বিজন প্রাতে
আরকারে কি চাই।
সে কহিল, ভাই,
না-ই, না-ই, নাই গো আমার
কারেও কাজ নাই॥

১১৭