পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভেবেছি তাই আজকে কিছুই গাব না
গানের সঙ্গে গলিয়ে প্রাণের ভাবনা।
আপ্‌না ভুলে, ওরে ভাবোম্মদ,
দিস্ নে ভেঙে তোর বেদনাবাঁধ-
মনের সঙ্গে মনের কথা গাঁথা সে।
গাব না গান আজকে দখিন-বাতাসে।
আজকে আমার বেড়া-দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের-কথা-জাগানে॥

শিলাইদহ ২ জ্যৈষ্ঠ ১৩০৭
১২৯