পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ক্ষণেক দেখা

চলেছিলে পাড়ার পথে।
কলস লয়ে কাঁখে,
একটুখানি ফিরে কেন
দেখলে ঘোমটা-ফাঁকে।
ওইটুকু যে চাওয়া
দিল একটু হাওয়া
কোথা তোমার ওপার থেকে
আমার এপার-’পরে।
অতিদূরের দেখাদেখি।
অতি ক্ষণেক-তরে॥

'আমি শুধু দেখেছিলেম।
তোমার দুটি আঁখি—
ঘোমটা-ফাঁদা আঁধার-মাঝে
ত্রস্ত দুটি পাখি।
তুমি এক নিমিখে
চেয়ে আমার দিকে
পথের একটি পথিকেরে
দেখলে কতখানি,

১৩৩