পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

একটুমাত্র কৌতূহলে
একটি দৃষ্টি হানি॥

যেমন ঢাকা ছিলে তুমি
তেমনি রইলে ঢাকা।
তোমার কাছে যেমন ছিনু
তেমনি রইনু ফাঁকা।
তবে কিসের তরে
থামলে লীলাভরে
যেতে যেতে পাড়ার পথে
কলস লয়ে কাঁখে।
একটুখানি ফিরে কেন
দেখলে ঘোমটা-ফাঁকে॥

দার্জিলিং ৯ জ্যৈষ্ঠ ১৩০৭
১৩৪