পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

দুটি বোন তারা করে কানাকানি,
কী না জানি জল্পনা!
গুঞ্জনধ্বনি দূর হতে শুনি,
কী গোপন মন্ত্রণা!
আসে যবে এইখানে
চায় দোঁহে দোঁহা-পানে,
কাহারো মনের কোনো কথা তারা
করেছে কি কল্পনা।
দুটি বোন তারা করে কানাকানি
কী না জানি জল্পনা॥

এইখানে এসে ঘট হতে কেন
জল উঠে উচ্ছলি।
চপল চক্ষে তরল তারকা
কেন উঠে উজ্জ্বলি।
যেতে যেতে নদীপথে
জেনেছে কি কোনোমতে
কাছে কোথা এক আকুল হৃদয়
দুলে উঠে চঞ্চলি।
এইখানে এসে ঘট হতে জল
কেন উঠে উচ্ছলি॥

১৪১