পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ঠাকুরবাড়ি ঠেলাঠেলি,
লোকের নাহি শেষ।
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
ভেসে যায় রে দেশ।
আজকে দিনের দুঃখ যত
নাই রে দুঃখ উহার মতো
ওই যে ছেলে কাতর চোখে
দোকান-পানে চাহি—
একটি রাঙা লাঠি কিনবে
একটি পয়সা নাহি।
চেয়ে আছে নিমেষ-হারা
নয়ন অরুণ—
হাজার লোকের মেলাটিরে
করেছে করুণ॥

শিলাইদহ ৩১ জ্যৈষ্ঠ। স্নানযাত্রা
১১
১৬১