পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

থামিল বাদল, চলিনু এবার—
হে দোকানি, চাও মূল্য তোমার? .
ভয় নাই ভাই, আছে আছে, কিছু
রয়েছে বাকি।
আমারও ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলই ফাঁকি॥

পথের প্রান্তে বটের তলায়
বসে আছ এইখানে—
হায় গো ভিখারি, চাহিছ কাতরে
আমারও মুখের পানে!
ভাবিতেছ মনে বেচাকেনা সেরে
কত লাভ ক’রে চলিয়াছে কে রে!—
আছে আছে বটে, আছে ভাই, কিছু
রয়েছে বাকি।
আমারও ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলই ফাঁকি॥

আঁধার রজনী, বিজন এ পথ
জোনাকি চমকে গাছে।
কে তুমি আমার সঙ্গ ধরেছ—
নীরবে চলেছ পাছে?

১৬৬