পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এসো দ্রুত চরণ দুটি
তৃণের 'পরে ফেলে।

হেরে গো ওই আঁধার হল,
আকাশ ঢাকে মেঘে।
ও পার হতে দলে দলে
বকের শ্রেণী উড়ে চলে,
থেকে থেকে শূন্য মাঠে
বাতাস ওঠে জেগে।
ওই রে গ্রামের গোষ্ঠমুখে
ধেনুরা ধায় বেগে।
হেরো গো ওই আঁধার হল,
আকাশ ঢাকে মেঘে।

প্রদীপখানি নিবে যাবে,
মিথ্যা কেন আলো।
কে দেখতে পায় চোখের কাছে
কাজল আছে কি না-আছে-
তরল তব সজল দিঠি
মেঘের চেয়ে কালো।
আঁখির পাতা যেমন আছে,
এমনি থাকা ভালো।

১৯২