পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ইচ্ছে করে বসে বসে
পদ্যে লিখি গৃহকোনায়
তুমিই আছ জগৎ জুড়ে-
সেটা কিন্তু মিথ্যে শোনায়।
ইচ্ছে করে কোনো মতেই
সান্ত্বনা আর মানব না রে-
এমন সময় নতুন আঁখি
তাকায় আমার গৃহদ্বারে,
চক্ষু মুছে দুয়ার খুলি
তারেই শুধু আপন জেনেই-
কখন তবে বিলাপ করি!
সময় যে নেই, সময় যে নেই॥

৩০