পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কেউ-বা ছিলেন অতীত কালে
অবন্তীতে,
এখন তাঁরা আছেন শুধু
কবির গীতে।
সবার তনু সাজিয়ে মাল্যে
পরিচ্ছদে
কহেন বিধি ‘তুভ্যমহং
সম্প্রদদে’॥

হৃদয় নিয়ে আজ কি, প্রিয়ে,
হৃদয় দেবে।
হায় ললনা, সে প্রার্থনা
ব্যর্থ এবে।
কোথায় গেছে সেদিন আজি
যেদিন মম
তরুণকালে জীবন ছিল
মুকুলসম-
সকল শোভা, সকল মধু,
গন্ধ যত
বক্ষোমাঝে বদ্ধ ছিল।
বন্দী-মতো॥

৫৮