পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রমিক সংথ্য $ ඵ $ 8 ગ (ી ۰/ه প্রথম পংক্তি নাম তার সন্তোষ, জঠরে অগ্নিদোষ বর এসেছে বীরের ছাদে নিষ্কাম পরহিতে কে ইতারে সামলায় জামাই মহিম এল সাথে এল কিনি ঘসি কামারের বাড়ি সাড়া যখনি যেমনি হে কি জিতেনের মজি “শুনব হাতির ষ্টাচি”-এই ব’লে কেষ্ট। আধা রাতে গলা ছেড়ে মেতেছিনু কাব্যে গুপ্তিপাড়ায় জন্ম তাহার বেণীর মোটরখান| চালায় মুখুজেঁ নাম তার ডাক্তার ময়জন খ্যাতি আছে সুন্দরী ব’লে তার ঘোষালের বক্তৃতা করা কৰ্ত্তব্যই কুঁজে। তিনকড়ি ঘোরে পাড়া চারিদিককার মুরগীপার্থীর পরে অন্তরে টান তার সন্ধ্যেবেলায় বন্ধুঘরে জুটুল চুপিচুপি সভাতলে ভুয়ে কাৎ হয়ে শুয়ে নাম তার ভেলুরাম ধনিৰ্চাদ শিরখ ইটের গাদার নিচে ফটকের ঘড়িটা নিজের হাতে উপার্জনে আদর ক’রে মেয়ের নাম রেখেছে ক্যালিফনিয়া কনকনে শীত তাই চাই তার দস্তান খবর পেলেম কল্য “সময় চলেই যায়”—নিত্য এ নালিশে উজ্জলে ভয় তার ভয় মিট্‌মিটেতে কনের পণের আশে চাকরি সে ত্যজেছে বরের বাপের বাড়ি যেতেছে বৈবাহিক আয়নাতে মুখ দেখেই বলে