পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভোরের বেল পথিকেরা । কী কাজে যায় হেসে সাঝে ফেরে বিনা-বেতন সব-পেয়েছি’র দেশে । আঙিনাতে দুপুর-বেলা মুছকরুণ গেয়ে বকুল-তলায় ছায়ায় বসে চরকা কাটে মেয়ে । মাঠে মাঠে ঢেউ দিয়েছে নতুন কচি ধানে, কিসের গন্ধ কাহার বঁাশি হঠাৎ আসে প্রাণে । নীল আকাশের হৃদয়খানি সবুজ বনে মেশে— যে চলে সেই গান গেয়ে যায় সব-পেয়েছি’র দেশে । সদাগরের নৌকা যত চলে নদীর পরে, হেথায় বাটে বাধে না কেউ কেনা-বেচার তরে । $8 (t