পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সার্থক নৈরাশু) তখন ছিল যে গভীর রাত্রিবেলা, নিদ্রা ছিল না চোখের কোণে । আষাঢ়-আঁধারে আকাশে মেঘের মেলা, কোথাও বাতাস ছিল না বনে । বিরাম ছিল না তপ্তশয়নতলে, কাঙাল ছিল বসে মোর প্রাণে । ফু হাত বাড়ায়ে কী জানি কী কথা বলে, কাঙাল চায় যে কারে কে জানে । দিল আঁধারের সকল রন্ধ্র ভরি তাহার ক্ষুব্ধ ক্ষুধিত ভাষা— মনে হল যেন বর্ষার বিভাবরী আজি হারালে রে সব অাশা ৷ অনাথ জগতে যেন এক সুখ আছে, তাও জগৎ খুজে না মেলে— আঁধারে কখন সে এসে যায় গো পাছে বুকে রেখেছে আগুন জেলে । › 8 ግ