পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘দাও দাও” বলে হাকিমু সুদূরে চেয়ে, অামি ফুকারি ডাকিনু কারে এমন সময়ে অরুণতরণী বেয়ে প্রভাত নামিল গগনপারে । পেয়েছি পেয়েছি, নিবাও নিশার বাতি— অামি কিছুই চাহি নে আর । ওগো নিষ্ঠুর শূন্ত নীরব রাতি, তোমায় করি গো নমস্কার । বাচালে, বাচালে— বধির আঁধার তব আমায় পৌঁছিয়া দিল কুলে । বঞ্চিত করি যা দিয়েছ কারে কব, আমায় জগতে দিয়েছ তুলে । ধন্ত প্রভাত রবি, আমার লহো গো নমস্কার । ধন্য মধুর বায়ু, তোমায় নমি হে বারস্বার । ওগো প্রভাতের পাখি, তোমার কলনির্মল স্বরে আমার প্রণাম লয়ে বিছাও দূর গগনের পরে। ›8ህዎ