পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেয়া তুমি এ পার ও পার কর কে গো, ওগো খেয়ার নেয়ে । অামি ঘরের দ্বারে বসে বসে দেখি যে তাই চেয়ে, ওগো খেয়ার নেয়ে ! ভাঙিলে হাট দলে দলে সবাই ববে ঘাটে চলে অামি তখন মনে করি আমিও যাই ধেয়ে, ওগো খেয়ার নেয়ে ! তুমি সন্ধ্যাবেল ও পার -পানে তরণী যাও বেয়ে । দেখে মন আমার কেমম স্বরে ওঠে যে গান গেয়ে, ওগো খেয়ার নেয়ে ।

.