পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্ব তোমার আঁখির পরে কেমন পড়ে আঁকা, তাই ভাবি যে মনে । ছায়াময় সে ভুবনখানি স্বপন দিয়ে গড়া রূপকথাটি-ছাদা, কোন সে পিতামহীর বাণী— নাইকো আগাগোড়া, দীর্ঘ-ছড়।-বাধা । অামি ভাবি হঠাৎ যদি বৈশাখের একদিন বাতাস বহে বেগে, লজ্জা ছেড়ে নাচে নদী শূন্তে বাধন-হীন, পাগল উঠে জেগে, যদি তোমার ঢাকা ঘরে যত অাগল আছে সকলি যায় দুরে, ওই-যে বসন নেমে পড়ে তোমার আঁখির কাছে ও যদি যায় উড়ে— 8 wo