পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অামার অামার গোধূলিলগ্ন গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে । বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে । শেষ করে দিল পাখি গান গাওয়া নদীর উপরে পড়ে এল হাওয়া, ও পারের তীর ভাঙা মন্দির আধারে মগন রে । আসিছে মধুর ঝিল্লিনুপুরে গোধুলিলগন রে। দিন কেটে গেছে কখনো খেলায় কখনো কত কী কাজে । এখন কী শুনি, পূরবীর স্বরে কোন দূরে বঁাশি বাজে । ●●