পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষে আমি অামার তারা ওগো, সূর্য যখন মাৰা-আকাশে, কপোত ডাকে বনে, তপ্ত হাওয়ায় ঘুরে ঘুরে শুকনো পাতা বেড়ায় উড়ে, বটের তলে রাখাল-শিশু ঘুমায় অচেতনে— জলের ধারে শুলেম এসে শু্যামল তৃণাসনে । দলের সবাই অামার পণনে চেয়ে গেল হেসে । চলে গেল উচ্চশিরে, চাইল না কেউ পিছু ফিরে, মিলিয়ে গেল সুদূর ছায়ায় পথতরুর শেষে । পেরিয়ে গেল কত যে মাঠ, কত দূরের দেশে । ধন্ত তোমরা দুখের যাত্রী, ধন্ত তোমরা সবে । লাজের ঘায়ে উঠিতে চাই, মনের মাঝে সাড়া না পাই— ல் இ