পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে । সে শুধু চায় নয়ন মেলে ছুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণপ্রাণের মন্ত্র লাগে বেঁাটাতে । যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে । নিশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে । রঙ যে ফুটে ওঠে কত প্রাণের ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে । যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে । বোলপুর ১১ চৈত্র [ ১৩১২ ] ‚ግ 4: