পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার পরে কোন বনের কোণে হারের দলটি হব হার । তবু এই হার তো শেষ হারা নয়, আবার খেলা অাছে পরে । জিতল যে সে জিতল কি ন৷ কে বলবে তা সত্য করে । হেরে তোমার করব সাধন, ক্ষতির ক্ষুরে কাটব বাধন, শেষ দানেতে তোমার কাছে বিকিয়ে দেব আপনারে । তার পরে কী করবে তুমি সে কথা কেউ ভাবতে পারে । বোলপুর ১২ চৈত্র [ ১৩১২ ] ማ ግ