পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক পথিক, ওগো পথিক, যাবে তুমি— এখন এ যে গভীরঘোর নিশা । নদীর পারে তমালবনভূমি গহনঘন অন্ধকারে মিশ । মোদের ঘরে হয়েছে দীপ জ্বালা, বাশির ধ্বনি হৃদয়ে এসে লাগে । নবীন আছে এখনো ফুলমালা, তরুণ আঁখি এখনো দেখে জাগে । বিদায়বেলা এখনি কি গো হবে— পথিক, ওগো পথিক, যাবে তবে ? তোমারে মোরা বাধি নি কোনো ডোরে, রুধিয়া মোরা রাখি নি তব পথ । bre