পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি অামি অাজ অামি ওগো, অামি আমি মিলন কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালে, আমার জুড়ালে হৃদয় প্রভাতে । কেমন করিয়া জানাব, আমার পরান কী নিধি কুড়ালে, ডুবিয়া নিবিড় নীরব শোভাতে । গিয়েছি সবার মাঝণরে, সেথায় দেখেছি একেল আলোকে, দেখেছি আমার হৃদয়রাজারে । তু-একটি কথা কয়েছি তা-সনে সে নীরব সভা-মাঝারে, দেখেছি চিরজনমের রাজারে। সে কি মোরে শুধু দেখেছিল চেয়ে অথবা জুড়ালো পরশে, তাহার কমলকরের পরশে— সে কথা সকলই গিয়েছি যে ভুলে ভুলেছি পরম হরষে। জানি না কী হল, শুধু এই জানি চোখে মোর মুখ মাখালো, কে যেন সুখ-অঞ্জন মাখালো— 切-\9