পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বহু কালের পুরানো সেই সবার-জানা গান । আমার যে এই নূতন-গড়া নূতন-বাধা তার নূতন স্বরে করতে সে যায় স্বষ্টি আপনার । মেশে না তাই চারি দিকের সহজ সমীরণে, মেলে না তাই আকাশ-ডোবা স্তব্ধ আলোর সনে । জীবন আমার কাদে যে তাই দণ্ডে পলে পলে, যত চেষ্টা করি কেবল চেষ্টা বেড়ে চলে । ঘটিয়ে তুলি কত কী যে বুঝি না এক তিল, তোমার সঙ্গে অনায়াসে হয় না সুরের মিল । त्रिणोद्देलह। '•ानू।' R8 ሻዅ »❖ እs