পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শেষ খেয়া

দিনের শেষে ঘুমের দেশে ঘোমটাপরা ওই ছায়া
ভুলালে। রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধার মূলে কোন মায়া
গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
নামিয়ে মুখ চুকিয়ে মৃখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাটার টানে যা ব রে আজ ঘর-ছাড়া—
সন্ধ্যা আসে, দিন যে চলে যায়।
ওরে আয়,
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।
সাবের বেল। ভাটার স্রোতে ও পার হতে এক-টানা
একটি ছটি যায় যে তরী ভেসে
কেমন করে চিনব, ওরে, ওদের মাঝে কোন্থানা
আমার ঘাটে ছিল অ্যামার দেশে।