পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো কী আমি কহিব আর | ভাবিস নে কেহ ভয় করি আমি ভরা কলসের ভার । যা হোক তা হোক এই ভালোবাসি— বহে নিয়ে যাই, ভরে নিয়ে আসি কত দিন কতবার | ওগো, আমি কী কহিব আর । এ কি শুধু জল নিয়ে আসা ? এই আনাগোনা কিসের লাগি যে কী কব, কী আছে ভাষা ! কত-না দিনের আঁধারে আলোতে বহিয়া এনেছি এই বঁাকা পথে কত কাদা, কত হাস।। এ কি শুধু জল নিয়ে আসা ! श्रांभि ७ब्रि बाहे स्रम्ल छल, উড়েছে আকাশে উতলা বাতাসে फेनाशंभ स्रषsत्र । বেণুশাখা-পরে বারি করোঝরে, এ কুলে ও কুলে কালো ছায় পড়ে, ১৬