পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথঘাট পিচ্ছল । আমি ডরি নাই ঝড় জল । আমি গিয়েছি আঁধার সাজে । শিহরি শিহরি উঠে পল্লব নির্জন বন-মাঝে । বাতাস থমকে, জোনাকি চমকে, ঝিল্লির সাথে ঝমকে ঝমকে চরণে ভূষণ বাজে । আমি গিয়েছি আঁধার সাজে । যবে বুকে ভরি উঠে ব্যথা, ঘরের ভিতরে না দেয় থাকিতে অকারণ আকুলত । আপনার মনে এক পথে চলি, কাখের কলসী বলে ছলোছলি জলভরা কলকথা— যবে বুকে ভরি উঠে ব্যথা । ওগো দিনে কতবার ক’রে ঘর-বাহিরের মাঝখানে রহি ওই পথ ডাকে মোরে । ר צ