পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তবু রাজার হলাল যাবে আজি মোর ঘরের সমুখ-পথে, শুধু সে নিমেষ-লাগি না করিয়া বেশ রহিব বলে কী মতে । ত্যাগ ওগো মা, রাজার তুলাল গেল চলি মোর ঘরের সমুখ-পথে, প্রভাতের অালো ঝলিল তাহার স্বর্ণশিখর রথে, ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি, মা, দেখে— ছিড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে । মা গেt, কী হল তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে ?