পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é2उठtcऊ এক রজনীর বরষনে শুধু কেমন ক’রে আমার ঘরের সরোবর অাজি উঠেছে ভরে । নয়ন মেলিয়া দেখিলাম ওই ঘন নীল জল করে থই থই ; কুল কোথ। এর, তল মেলে কই কহো গো মোরে— এক বরষায় সরোবর দেখে। উঠেছে ভরে । কাল রজনীতে কে জানিত মনে এমন হবে ঝরোঝরো বারি তিমিরনিশীথে ঝরিল যবে— •e 3