পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এালিকাবধু ওগো বর, ওগো বঁধু, এই-যে নবীন বুদ্ধিবিহীন বালিকাবধু। ۹ - ۲ کی তোমার উদার প্রাসাদে একেল৷ কত খেলা নিয়ে কাটায় যে বেলা, তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু, ওগো বর, ওগো বঁধু! জানে না করিতে সাজ, কেশ-বেশ তার হলে একাকার মনে নাহি মানে লাজ । দিনে শতবার ভাঙিয়া গড়িয়া ধুলা দিয়ে ঘর রচনা করিয়া ভাবে মনে মনে সাধিছে আপন ঘরকরণের কাজ । জানে না করিতে সাজ । שכ\