পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গায়ে আমার লেগেছে কার t এলো চুলের স্বপূর ভ্ৰাণ । আজি রোদের প্রখর তাপে বাধের জলে আলো কাপে, বাতাস বাজে মর্মরিয়৷ সারি-বাধা তালের বনে । অামার মনের মরীচিক। আকাশ-পারে পড়ল লিখা, লক্ষ্যবিহীন দূরের পরে চেয়ে আছি আপন-মনে । অলস ধেনু চ’রে বেড়ায় সারি-বাধা তালের বনে । আজিকার এই তপ্ত দিনে কাটল বেলা এমনি করে । গ্রামের ধারে ঘাটের পথে এল গভীর ছায়া পড়ে । সন্ধ্যা এখন পড়ছে হেলে শালবনেতে আঁচল মেলে, আাধার-ঢাল। দিঘির ঘাটে হয়েছে শেষ কলস ভর | & 8