পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত-কালে অপার-পানে চেয়ে কী মোহগান উঠতেছিল গেয়ে, উদার স্বরে ফেলতেছিল ছেয়ে বহু দূরের অরণ্য পর্বত । নানা দিনের নানা-পথিক-চল ঘর-ছাড়া ওই নানা দেশের পথ । ভাবি নাইকে কেন কিসের লাগি ছুটে চলে এলেম পথের পরে । নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনস্ত কৌতুক, প্রতি পদেই অন্তর উৎসুক অজানা কোন নিরুদেশের তরে । ভোরের বেলা হুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে । বেলা এখন অনেক হয়ে গেছে, 臀 পেরিয়ে চলে এলেম বহু দূর । ভেবেছিলেম পথের বাকে বাকে নব নব ভাগ্য আমায় ডাকে, হঠাৎ যেন দেখতে পাব কাকে, শুনতে যেন পাব নূতন স্বর। 33