পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jদশেষ ভাঙা অতিথিশালা । ফাট ভিতে অশথ-বটে মেলেছে ডালপালা । প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনোমতে, মনে ছিল সন্ধ্যাবেলায় মিলবে হেথা ঠাই। মাঠের পরে আঁধার নামে, হাটের লোকে ফিরল গ্রামে, হেথায় এসে চেয়ে দেখি নাই যে কেহ নাই । কত কালে কত লোকে কত দিনের শেষে ধুয়েছিল পথের ধুলা এইখানেতে এসে । বসেছিল জ্যোৎস্নারাতে স্নিগ্ধ শীতল আঙিনাতে, কয়েছিল সবাই মিলে নানা দেশের কথা । > * &