পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুল-বাগানের বেড়া হতে হেনার গন্ধ ভাসে, কদম-শাখার আড়াল থেকে চাদটি উঠে আসে । বধু তখন বিনিয়ে খোপা চোখে কাজল আঁকে, মাঝে মাঝে বকুল-বনে কোকিল কোথা ডাকে । তিন-শো বছর কোথায় গেল, তবু বুঝি নাকে৷ আজো কেন, ওরে কোকিল, তেমনি স্বরেই ডাকো । ঘাটের সিড়ি ভেঙে গেছে, ফেটেছে সেই ছাদ– রূপকথা আজ কাহার মুখে শুনবে সাঝের চাদ ? শহর থেকে ঘণ্টা বাজে, সময় নাই রে হায়— ঘর্ঘরিয়া চলেছি আজ কিসের ব্যর্থতায় । > S >