পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝড় আকাশ ভেঙে বৃষ্টি পড়ে,

  • - ঝড় এল রে অা জ—

মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজ রে মৃদঙ বাজ । অাজকে তোরণ কী গণ বি গান, কোন রাগিণীর স্বরে । কালো আকাশ নীল ছায়ণতে দিল যে বুক পুরে । বৃষ্টিধারায় ঝাপসা মাঠে ডাকছে ধেনুদল, তালের তলে শিউরে ওঠে বাধের কালো জল । পোড়ে। বাড়ির ভাঙা ভিতে ওঠে হাওয়ার হাক, শূন্ত খেতের ও পার যেন এ পারকে দেয় ডাক । আমাকে আজ কে খুজেছে পথের থেকে চেয়ে । У У &